বাঘায় মিলন মেলায় পরিনত শাহদৌলা কলেজ ছাত্রদলের ঈদ পুনর্মিলনী

রাজশাহী

আব্দুল হামিদ মিঞা,বাঘা (রাজশাহী): আগামীর বাংলাদেশ হবে সাম্য,ন্যায়,সমতার। যেখানে সবাই বাংলাদেশি হিসেবে রাষ্ট্রের সকল সুযোগ-সুবিধা ভোগ করবে। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ছাত্রদল তাদের সাধ্যের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকবে। দেশনায়ক তারেক রহমান প্রবর্তিত ৩১ দফার ভিত্তিতে নতুন বাংলাদেশ বির্নিমানে ছাত্রদল সাধারণ মানুষের মতামতকে অগ্রাধিকার দিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করতে বদ্ধপরিকর ।

বাঘায় ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন জাতীয়তবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এর যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।

বৃহস্পতিবার(০৩-০৪-২০২৫) বিকেলে বাঘা শাহ্দৌলা সরকারি কলেজ শাখা ছাত্রদল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। কলেজ শাখা ছাত্রদলের ৮০ দশক থেকে বর্তমান সময়ে সকল নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্দৗলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আশিকুর রহমান আশিক।

বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আল- আমিন,যুগ্ন যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর,অহমুদু হাসান,হুমায়ন কবির ও ফয়সাল আহমেদ। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, কলেজের সাবেক সভাপতি সুরুজ্জামান, সাবেক সভাপতি আল-আমিন জমাদার প্রমুখ।

উপস্থিত ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক শাহিন মন্ডল, সাবেক সভাপতি মজিবুর রহমান জুয়েল,পিয়াস সরকার, সেন্টু প্রামানিক,সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ,সোহেল প্রামানিক ও সাবেক সহ-সভাপতি রুবেল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মতিউর প্রমুখ।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *