বাঘায় অবিক্রিত টিসিবির পণ্য ও পুলিশের বাড়ির সোনার গহনা চুরি

রাজশাহী লীড

বাঘা(রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের কক্ষে রাখা টিসিবির পণ্য চুরিসহ এক পুলিশ অফিসারের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার(৮এপ্রিল’২৫) রাতে চুরির ঘটনা ঘটে।

জানা যায়,ঈদের আগে অবিক্রিত চিনি, সোয়াবিন তৈল,ডাল,চাল ও ছোলা বাউসা ইউনিয়ন পরিষদের
একটি কক্ষে রাখা ছিল। বুধবার(০৯-০৪-২০২৫) সকালে পণ্য বিক্রির জন্য ওই কক্ষের দরজা খুলে দেখা যায়
জানালার গ্রীল ভাঙা,রাখা পণ্যগুলোর মধ্যে চাল ও ছোলা বাদে বেশ কিছু পণ্য এলোমেলো পড়ে আছে।

বাউসা হাটপাড়া বিক্রয় কেন্দ্রের মেসার্স বিল্পব এন্টারপ্রাইজের স্বতাধিকারি টিসিবির ডিলার
আবু তালেব জানান, বাউসা ইউনিয়নের হাটপাড়া বিক্রয় কেন্দ্রের মোট উপকারভোগী ১ হাজার ৩১১জন।
ঈদের আগে ৮৬২ জনের কাছে পণ্য বিক্রি করেন। অবিক্রিত বাঁকি ৪৪৯ জনের পণ্য ইউনিয়ন পরিষদের কক্ষে রাকাছিল। বুধবার (৯ এপ্রিল) সকালে পণ্য বিক্রি করতে এসে দেখেন সেখানে রাখা চাল ও ছোলা বাদে ৪৫৯ কেজি চিনিসহ ৯১৮ কেজি ডালের মধ্যে ৪২৫ কেজি ডাল , ২লিটারের ৪৫৯ সোয়াবিন তৈল এর মধ্যে
১৮৯ বোতল চুরি হয়েছে। ঈদের আগে পণ্য বিক্রি না করার বিষয়ে তিনি জানান,স্থানীয়ভাবে সমস্যার
কারণে বিক্রি করা সম্ভব হয়নি। গত মঙ্গলবার সমাঝোতার পর পণ্য বিক্রি করতে আসেন। তবে সমস্যার
বিষয়ে স্পস্ট করেননি তিনি। তবে যে মালামাল ছিল সে পণ্যগুলো বিক্রি করেছেন বলে জানান। তার দাবি,
কোন একটি মহল ফাসানোর জন্য কাজটি করেছেন। তদন্ত পূর্বক অভিযুক্তদের চিহ্নিত করে আইনের
আওতায় নেওয়ার দাবি করেছেন।

বুধবার (৯ এপ্রিল’২৫) সরেজমিন দেখা যায়,পণ্য রাখা কক্ষে দুটি দরজার একটিতে তালা লাগানো
আরেকটিতে ভেতর থেকে কাঠ দিয়ে লাগানো ছিল। স্থানীয়দের ধারনা মতে, জানালার গ্রীল ভেঙে পণ্যগুলো
চুরি করা সম্ভব হয়নি। ভেতরে লাগানো কাঠ খুলে হয়তো চুরি করার পর ভেতরের সেই কাঠ লাগানো
হয়েছে।

জামাল উদ্দিন (৫৩) নামে জানান, পালাক্রমে পাহারার কাজ করে থাকি। কখন কীভাবে চুরি হয়েছে, তা
বুঝতে পারিনি।

ইউনিয়নটির চেয়ারম্যান(ভারপ্রাপ্ত)’র ভাষ্য,পালাক্রমে ইউনিয়ন গ্রাম পুলিশ পাহারায় থাকে। যেহেতু ঈদের
পর বুধবার পরিষদ খোলা হয়েছে। তবে কবে কিভাবে চুরি হয়েছে সে বিষয়ে ততদন্ত না করে গ্রাম পুলিশকে দোষারুপ করা যাচ্ছেনা। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ইনচার্জ জানিয়েছি।

পণ্য ক্রয় করতে না পেরে ফিরে গেছেন বাউসা ভেড়ালীপাড়া গ্রামের সিহাব উদ্দিন, ফতেপুর বাউসা
গ্রামের রনি ফকিরসহ ানেকে। তা বলেন,পণ্য কিনতে এসে শুনছি মাল চুরি হয়েছে। কমদামে পণ্যগুলো
পেলে উপকার হতো।

এদিকে মঙ্গলবার (৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা আঠালিয়াপাড়া মহল্লার,
পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুল আসেকিন রিপনের ফ্লাট বাড়ির জানালার গ্রীল
কেটে দুটি স্বর্ণের বালা, একটি চেইনের নকেট ও এক জোড়া রুপার তোড়া চুরি হয়েছে। চুরি যাওয়া
মালামালের আনুমানিক মূল্যে ৬০ হাজার টাকা।
(এএসআই) আশরাফুল আসেকিন রিপন ওই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। তিনি বর্তমানে সরদহ পুলিশ একাডেমীতে কর্মরত। স্ত্রী ফেরদৌসী বেগম দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা।

ছেলে -মেয়ের লেখাপাড়ার সুবাদে রাজশাহীতে থাকেন।
পুলিশ কর্মকর্তার ভাই হোসেন আল ইমাম স্বপন বলেন, রাতে বাড়িতে কেউ থাকেনা। এই সুযোগে
চোরের দল রাতের কোন এক সময়ে চুারি করেছে। বুধবার সকালে ফেরদৌসী রাজশাহী থেকে বাসায় ভিতরে
ঢুকে চুরির বিষয়ে জানতে পান।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আছাদুজ্জামান বলেন, চুরির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন
করেছে। টিসিবির পণ্য চুরির বিষয়ে অবগত হয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নিবেন বলে
জানান ওসি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) শাম্মী আক্তার বলেন, টিসিবির মালামাল চুরির ঘটনায় মৌখিকভাবে অভিযোগ পেয়েছেন। আইনশুঙ্খলা বাহিনীর সহায়তায় বিষয়টি খতিয়ে দেখব।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *