স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে দুইটি মোটর সাইকেল উদ্ধারসহ চোর চক্রের দুইজন সদস্যকে আটক করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, কাশিয়াডাঙ্গা এলাকার মোল্লাপাড়া বোর্ডঘর সংলগ্ন রইস উদ্দিনের ছেলে সাব্বির হোসেন (২০) এবং গোদাগাড়ী থানার বিদিরপুর সাকপাল এলাকার গিয়াস উদ্দিনের ছেলে গোলাম রসুল ওরফে মোর্শেদ (৪৫)।
পুলিশ জানায়, গত ১৫ নভেম্বর আনুমানিক ৯ টা ৪০ মিনিটে কাশিয়াডাঙ্গা থানাধীন মোল্লাপাড়া এলাকা হতে সাব্বিরকে গ্রেফতার করা হয়। তার নিকট হতে একটি ডিসকভার ১৫০ সিসি মোটর সাইকেল উদ্ধার করা হয়। পরবর্তীতে সাব্বিরের দেওয়া তথ্য মতে গতকাল শুক্রবার ৩ টা ২০ মিনিটে বিদিরপুর এলাকা হতে গোলাম রসুলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থেকে একটি ডিসকভার ১৩৫ সিসি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে কাশিয়াডাঙ্গা থানায় ১টি মামলা রুজু হয়েছে। মোটর সাইকেল চোরচক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ ।