বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক শাহরিয়ার শহীদের প্রথম জানাজা আগামীকাল (সোমবার) বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে দুপুর সোয়া ১২টায় মরদেহ তার প্রিয় কর্মস্থল বাসস-এ নেয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ দুপুর ১টায় জাতীয় প্রেস ক্লাবে নেয়া হবে এবং সেখানে বাদ জোহর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
পরে শাহরিয়ার শহীদের মরদেহ নরসিংদীর রায়পুরা উপজেলায় নেয়া হবে। সেখানে জানাজা শেষে ডৌকার চরের পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
উল্লেখ্য, শাহরিয়ার শহীদ শনিবার বেলা ১টা ৫০মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।