বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় মাদক সেবনের অপরাধে দুই যুবককে ভ্রাম্যমান আদালতে ৬মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করা হয়েছে। সোমবার (১৯-১১-১৮) সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলো-নাটোর জেলার লালপুর উপজেলার নবীনগর গ্রামের আব্দুল আজিজ হোসেনের ছেলে আইনাল হোসেন (২০) ও বাঘা উপজেলার বলিহার হাজিপাড়া গ্রামের ইনতাজ আলীর ছেলে শামিম ইসলাম (২৬)।
অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী জানান, সোমবার সকালে এস আই মুঞ্জুরুল আলম সংগীয় ফোর্স নিয়ে তাদের আটকের পর ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের ৬মাসের কারাদন্ডের রায় প্রদান করেন। পরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।