প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল আই রাজশাহীর স্টাফ রিপোর্টার আবু সালে মো. ফাত্তার পিতা আলহাজ্ব আফজাল আলী বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২০ নভেম্বর) সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর।
মঙ্গলবার বাদ আসর মরহুমের জানাযার নামাজ আদায় শেষে রাজশাহীর বাগমারা উপজেলার জামালপুর এলাকাস্থ পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন হয়। তাঁর এ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখা।
মঙ্গলবার সন্ধ্যায় প্রেরিত এক শোক বার্তায় সংগঠনের পক্ষে সভাপতি রফিক আলম ও সাধারণ সম্পাদক এস.এইচ.এম. তরিকুল মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। একইসাথে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন সংস্থার নেতৃবৃন্দ।