নওগাঁয় ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে গাভী বিতরণ

রাজশাহী লীড

রওশন আলম, নওগাঁ :
নওগাঁর ধামইরহাটে ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে গাভী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় ধামইরহাট হাটখোলা চত্ত্বরে এসব গাভী বিতরণ করা হয়। নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান পরিকল্পনা ও সার্বিক তত্বাবধানে, ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় এবং ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির সহযোগিতায় উপজেলার ৫ জন ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে ৫ টি গাভী বিতরণ করা হয়।

 

একই অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে উপজেলার ৩ শত অতিদরিদ্র পরিবারের মাঝে ৩ শতটি বকনা বাছুর বিতরণ কর্মসূচীর আলোকে মঙ্গলবার পর্যন্ত ৭৪ জনের মাঝে বিতরণ করা হয়। এসব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়। অন্যদের মাঝে বক্তব্য রাখেন ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার বিমল কুমার রুরাম, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার তন্ময় সাংমা, যোনাস কস্তা, আনোয়ার হোসেন, গ্লোরিয়া রোজারিও, বন্ধন এনজিও’র ব্যবস্থাপক মকবুল হোসেন, ইমেলদা মার্ডী প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *