বাঘা প্রতিনিধি:
বাঘায় ধর্মীয় মর্যাদায় বুধবার (২১-১১-১৮) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। উপজেলার বলিহার মহসিন আলী আল্ চিশতি নিজামিয়া খানকা শরিফ এর আয়োজন করা হয়।
মিলাদ মাহফিল ও আলোচনা সভায় তরিকাপন্থী সাধুগনসহ গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, বাঘা প্রেসক্লাবের সভাপতি ডাঃ আব্দুল লতিফ মিঞা, মনিগ্রাম ইউনিয়ন আওয়ামীগের ওযার্ড সভাপতি সাইফুল ইসলাম সরকার, পৌর কাউন্সিলর মোশারফ হোসেন,সাংবাদিক লাল মোহাম্মদ লালন, গোলাম তোফাজ্জল কবীর মিলন,সমাজকর্মী নবাব আলী প্রমূখ।
পীরে কেবলা মুর্শিদে কামেল হযরত শাহ সূফী গাউছুল আজম বাবাজ্বান কামাল-ডাঃ নূরুজ্জামান মাইজ ভান্ডারী (কেঃকাঃ)’র সভাপতিত্বে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেণ মাওলানা আকতার হোসেন।