চলে গেলেন আড়ানী ডিগ্রী কলেজের অধ্যক্ষ

রাজশাহী

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় আড়ানী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশরাফ আলী (৫২) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। বৃহস্পতিবার রাত ১১টায় রাজশাহী শহরের নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। শুক্রবার বেলা ১২টায় নিজ শিক্ষা প্রতিষ্ঠান আড়ানী ডিগ্রী কলেজ মাঠে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়, নিজ গ্রাম নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের পাকা গ্রামে। পরে কেন্দ্রীয় কবরস্থানে লাশ দাফন করা হয়। মৃত্যুকালে মা, স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণীগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর আগে অধ্যক্ষ হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন তিনি।

শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন- রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কলেজের শিক্ষক-কর্মচারি, বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ, বাঘা প্রেস ক্লাব, উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার নের্তৃবৃন্দ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *