স্টাফ রিপোর্টার:
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এ কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন স্কিলস এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট কর্তৃক স্কিলস কম্পিটিশন (আঞ্চলিক পর্যায়) ২০১৮ উদ্বোধন করা হয়েছে আজ। এ উপলক্ষে সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট হতে একটি বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়।
র্যালীতে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন নেতৃত্ব দেন। র্যালীটি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট গেট হতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পলিটেকনিক ইনস্টিটিউটে এসে শেষ হয়।
র্যালীতে নগরীর বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। এর আগে মেয়র ফেস্টুন উড়িয়ে এ কম্পিটিশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।