স্টাফ রিপোর্টার: রাজশাহী সদর আসনে আওয়ামী লীগের কোনো নেতাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। এই আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন চারজন। তবে শেষ পর্যন্ত কাউকেই মনোনয়ন দেয়নি দলটি। ফলে আগামী নির্বাচনে জোটের শরিক দল হিসেবে ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাকেই এবারো মনোনয়ন দেওয়া হচ্ছে-এটা প্রায় নিশ্চিত।
রবিবার সকাল থেকেই রাজশাহীসহ দেশের ৩০০টি আসনের মধ্যে ২৩০ টি আসনে দলীয় মনোনয়নপত্র বিতরণ শুরু করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রাজশাহীর ছয়টি আসনের মধ্যে ৫টিতেই আওয়া্মী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। শুধু বাদ রাখা হয় রাজশাহী- (সদর) আসনটি।
অথচ এই আসনটিতে নির্বাচনে অংশ নিতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান বাদশা, সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান বাবু, মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী ও মহিলা আওয়ামী লীগ নেতা পুর্ণিমা ভট্টাচার্য মনোনয়ন উত্তোলন করেছিলেন। কিন্তু তাদের কাউকেই মনোনয়ন দেওয়া হয়নি এখন পর্যন্ত। এতে করে এ আসনটিতে আবারো বর্তমান এমপি ফজলে হোসেন বাদশাই মহাজো্টের প্রার্থী হচ্ছেন-এটা প্রায় নিশ্চিত।