স্বদেশ বাণী ডেস্ক: বিচারিক আদালতে দুই বছরের বেশি দণ্ড হলে সেই দণ্ড বা সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল বিচারাধীন থাকা অবস্থায় কোনো ব্যক্তি নির্বাচনের অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন আদালত। তবে আপিল বিভাগে দণ্ড স্থগিত এবং জামিন হলেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।
এই আদেশের ফলে সংবিধান অনুযায়ী বেগম খালেদা জিয়াও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে জেনে ফেনী-১ আসনের প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি।
আবদুল আউয়াল মিন্টুকে ফেনী-১ আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। ফেনী-৩ আসনে প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় বিএনপি নেতা আবদুল লতিফ জনি। মঙ্গলবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।