‘লম্বা সময়’ মাঠের বাইরে থাকতে হবে সানচেসকে

খেলাধুলা

অনুশীলনে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন আলেক্সিস সানচেস। বৃহস্পতিবার পাওয়া চোট তাকে ‘লম্বা সময়ের’ জন্য মাঠের বাইরে ছিটকে দিয়েছে বলে জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ জোসে মরিনহো।

চিলিয়ান তারকাকে ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে, আনুষ্ঠানিকভাবে ম্যানইউ সেটা নিশ্চিত করেনি। তবে ইউরোপিয়ান মিডিয়াগুলোর খবর, অন্তত ছয় সপ্তাহ লাগবে তার মাঠে ফিরতে। তাতে ম্যানইউয়ের জার্সিতে অন্তত ১০ ম্যাচ মিস করবেন তিনি, যার মধ্যে রয়েছে ৫ ডিসেম্বর ওল্ড ট্র্যাফোর্ডে আর্সেনাল ও ১৬ ডিসেম্বর লিভারপুলের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ।

স্ক্যান করার পরই নিশ্চিত হওয়া যাবে সানচেসের চোট কতটা গুরুতর। তবে তার আগেই মরিনহো জানিয়েছেন, লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন চিলিয়ান ফরোয়ার্ড। শুক্রবার সংবাদ সম্মেলনে পর্তুগিজ কোচ বলেছেন, ‘এখনও স্ক্যান করা হয়নি, তবে অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে সে (সানচেস) বুঝতে পারছে চোট কতটা গুরুতর। একই সঙ্গে ব্যথার ধরন এবং যেভাবে ইনজুরি হয়েছে, তাতে আমার অভিজ্ঞতা বলছে ওকে লম্বা সময়ের জন্য বাইরে থাকতে হবে।’

মরিনহো আরও বলেছেন, ‘এটা ছোট কোনও মাংশপেশীর চোট নয় যে, এক সপ্তাহ কিংবা ১০ দিনের মধ্যেই খেলোয়াড় প্রস্তুত হয়ে যাবে খেলার জন্য। স্ক্যানের আগে আমার ও আলেক্সস দুজনেরই যেটা মনে হচ্ছে, চোটটা গুরুতর।’

সানচেসকে হারানো ম্যানইউ শনিবার প্রিমিয়ার লিগে মাঠে নামবে সাউদাম্পটনের বিপক্ষে। লিগ টেবিলের সপ্তম স্থানে থাকা ‘রেড ডেভিলস’ শীর্ষে থাকা নগরপ্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি থেকে পিছিয়ে আছে ১৪ পয়েন্টে। আর সেরা চার থেকে দূরত্ব ৭ পয়েন্টের। ইএসপিএন

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *