স্টাফ রিপোর্টার: ৬ দফা দাবিতে দ্বিতীয় দিনের মত বিক্ষোভ করছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাস চত্বরে এ বিক্ষোভ করে শিক্ষার্থী।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- অভিযুক্ত শিক্ষার্থীদের দ্রুত ও সুষ্ঠ বিচার করতে হবে, তাদের স্থায়ীভাবে ছাত্রত্ব বাতিল করতে হবে, ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, কলেজে বহিরাগত শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে, ক্যাম্পাসে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।
প্রসঙ্গত, গত শনিবার দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষকে পুকুরের পানিতে ফেলে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা বলে সাংবাদিকদের জানিয়েছেন শিক্ষাকরা। তবে ছাত্রলীগের দাবি, এই ঘটনায় শুধু ইন্সটিটিউটের ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল হোসেন সৌরভ ছিল। এই ঘটনায় ৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
এর আগে এই ঘটনায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করে ছাত্র রাজনীতি বাতিলের দাবি জানায়। এছাড়া প্রতিবাদ সভা করেছে শিক্ষাক-কর্মচারীরা।
এদিকে অধ্যক্ষকে লাঞ্ছিতের ঘটনায় ছাত্রলীগের পলিটেকনিক শাখার যুগ্ম-সম্পাদক কামাল হোসেন সৌরভকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। নগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ জানান, সিসিটিভির ফুটেজে সৌরভকে দেখা গেছে। এইজন্য তার বিরুদ্ধে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ করা হয়েছিলো। তারই প্রেক্ষিতে কেন্দ্রীয় কমিটি তাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। এছাড়া পলিটেকনিক ইন্সটিটিউট শাখার কমিটিও স্থগিত করা হয়েছে।
এদিকে একই দিন সন্ধ্যায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে আসে তদন্ত কমিটির সদস্যরা। ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শেষে আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদফতর।
নগরীর চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. গোলাম মোস্তফা বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। সেখানে পুলিশ রয়েছে।
স্ব.বা/শা