স্টাফ রিপোর্টার:
সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নিরসলভাবে পরিশ্রম করে বিজয়ী করায় রাজশাহীতে বসবাসরত চাঁপাইনবাবগঞ্জবাসীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাসিকের নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বুধবার রাত আটটায় মহানগরীর উপশহরস্থ নিজ বাসভবনের পাশে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মেয়র।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতিসহ অন্যান্য সমিতির পক্ষ থেকে মেয়র লিটনকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আগামী ৫০ বছরের টার্গেট নিয়ে রাজশাহীকে মেগা সিটি করতে চাই। এজন্য সিটি কর্পোরেশনের আয়োতন বাড়ানো হবে। পদ্মার চরে একটা রিভার সিটি করতে চাই।
মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আরও বলেন, আমি সবাইকে সাথে নিয়ে রাজশাহীর উন্নয়ন করতে চাই, একসাথে পথ চলতে চাই। আপনারা সবাই আমার পাশে থাকবেন। সবার সহযোগিতা-পরামর্শ কামনা করছি। আমার কোনো ভুল হলে সেটাও শুধরে দিবেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র দুরুল হুদা, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, রাজশাহী বিশ^বিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবুল কাসেম, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ^াস, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির আহ্বায়ক অধ্যাপক তানভিরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মর্জিনা পারভীন প্রমুখ। মতবিনিময় সভা শেষে আমন্ত্রিত অতিথিরা নৈশ্যভোজে অংশ নেন।