বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপির উপজেলা কমিটির যুগ্ন আহ্বায়ক এবং সাবেক সাধারন সম্পাদক, ঈশ^রদী বাশের বাঁধা ডিগ্রী কলেজের শরীর চর্চা শিক্ষক আকবর আলী (৬০) বৃহসপতিবার (০৬-১২-১৮) সকাল ১০টা ৪০মিনিটে বাঘা হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মরহুম আকবর আলী তুলশিপুর গ্রামের বাসিন্দা মরহুম আস্তুল প্রামানিকের ৫ ছেলের মধ্যে বড় ছিলেন। দ্বিতীয় স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে যান। তার মৃত্যুর ৩দিন আগে প্রথম স্ত্রী নাসিমা মারা যান।
মরহুম আকবর আলীর ভাই রমজিত আলী জানান, বিএনপির রাজনীতিতে পদার্পন করে ২০০৩ সালে মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরে নির্বাচন না হওয়ায় মৃত্যুর আগ পর্যন্ত স্বপদে বহাল ছিলেন। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সামাউন কবির জানান, ১৯৯১ সালে শরীর চর্চা পদে শিক্ষক হিসেবে যোগদান করেন। আজ বৃহসপতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মনিগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে এলাকার কবরস্থানে দাফন করা হয়।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন,রাজনৈতিক,সামাজিক সংগঠন ও কলেজের শিক্ষকসহ বাঘা প্রেস ক্লাবের সদস্যগন।