বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার আড়ানী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চকরপাড়া দাখিল মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আড়ানী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড চকরপাড়া মহল্লাবাসীর আয়োজনে মাদক বিরোধী সমাবেশ প্রধান অতিথি ছিলেন আড়ানী পৌর মেয়র মো. মুক্তার আলী। সভাপতিত্ব করেন বাঘা থানার ওসি মহসীন আলী।
আড়ানী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মেল হক রাজের পরিচালনায় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আসাদুজ্জামান রানা, আবদুস সালাম, মানিক হোসেন, কার্তিক চন্দ্র হালদার, চকরপাড়া মহল্লা প্রধান খেতাব উদ্দিন, আবদুল জলিল, মকদুম হোসেন বাচ্চু, সাজেদুল ইসলাম, বাবুল ইসলাম প্রমুখ।