মান্দা প্রতিনিধি :
নওগাঁর মান্দায় ৮০ বোতল ফেনসিডিল ও ১৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সবুজ আলী সোনার (২৬) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। আটক সবুজ আলী উপজেলার বড়পই গ্রামের মনসুর আলী সোনার ওরফে মুনোর ছেলে। বৃহস্পতিবার রাতে আটক সবুজের বাড়িতে অভিযান চালিয়ে ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক এমদাদুল হক, আমিরুল ইসলাম, আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বড়পই গ্রামের মাদক ব্যবসায়ি সবুজ হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় সবুজের গোয়ালঘর থেকে ৮০ বোতল ফেনসিডিল ও ১৭০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদক বহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
ঘটনায় আটক সবুজসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতারকৃত সবুজকে শুক্রবার নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।