চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে বিএনপির বিকল্পপ্রার্থীসহ বিভিন্ন দলের সাতজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক মনোনয়পত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। আজ রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রার্থীরা প্রত্যাহার করে।
মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিএনপির বিকল্পপ্রার্থী বেলাল-ই-বাকী ইদ্রিশী ও বিএনপি বিদ্রোহী প্রার্থী সৈয়দ শাহীন শওকত, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে কৃষক শ্রমিক জনতা লীগের দুই প্রার্থী নুরুল ইসলাম সেন্টু ও ফেরদৌস আলম এবং জাসদের হিলাল-ই-আজম, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপির বিকল্পপ্রার্থী আব্দুল ওয়াহেদ ও জাসদের প্রার্থী মনিরুজ্জামান মনির।