দেওপাড়া ইউনিয়নে ফারুক চৌধূরীর গণসংযোগ

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার : গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নে গণসংযোগ করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগ সভাপতি ও রাজশাহী-১ ( তানোর- গোদাগাড়ী) আসনের সাংসদ অালহাজ্ব ওমর ফারুক চৌধূরী। । মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে দেওপাড়া ইউনিয়নের ইশ্বরীপুর,পালপুর, ধরমপুর ও কাজীহাটা গ্রামে গণসংযোগ করেন তিনি।

 

সংযোগ কালে তিনি বলেন, নৌকার প্রতীক মানেই উন্নয়নের প্রতীক। আর এই প্রতীকে ভোট দিলে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। তাই আবারো নৌকা মার্কায় ভোট দিতে হবে। শিক্ষা,চিকিৎসা,কৃষিসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন ঘটেছে বলে তিনি বলেন,এখন আর আমরা পিছিয়ে নেই। আগামী ২০২১ সালের মধ্যে দেশ মধ্যম আয়ের দেশ হিসেবে পরিনত হবে। এতে করে মাথা পিছু আয় বাড়বে।

 

সংযোগকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক শরিফ তুহিন, সাবেক সদস্য শামসুল আলম (হিটলার),জেলা যুবলীগের সহ-সম্পাদক সেলিম জাহাঙ্গীর,সাবেক উপজেলা যুবলীগ সভাপতি শফিকুল সরকার প্রতিটি ওয়ার্ড ও ইউনিটের সভাপতি,সম্পাদকসহ সহযোগী অংগ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *