বাঘা প্রতিনিধি:
বাঘায় জিপিএ-৫ প্রাপ্ত দরিদ্র মেধাবী কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের স্কুলে লেখাপড়ার লক্ষে নগদ অর্থ প্রদান করা হয়েছে। বেসরকারি সংস্থা উদ্দীপন বাঘায় এসব শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ প্রদান করেন। মঙ্গলবার (১১-১২-২০১৮) উপজেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মেধাবী ৬জন শিক্ষার্থীর প্রত্যেককে ৫হাজার টাকা করে বৃত্তি ও স্কুলগামি ৮জন শিশুর প্রত্যেককে ২হাজার টাকা করে প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাঘা উপজেলা নির্বাহি অফিসার শাহিন রেজা শক্ষার্থীদের হাতে এসব অর্থ তুলে দেন। সংস্থার আঞ্চলিক অর্থ ব্যবস্থাপক (রাজশাহী) রকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৎস্য অফিসার আমিরুল ইসলাম,উপ পরিদর্শক সাহিদা বেগম,বাঘা প্রেস ক্লাবের সভঅপতি আব্দুল লতিফ মিঞা,শাখা ব্যবস্থাপক আফিস হাচান, প্রাথমিক স্বাস্থ্য সেবা কর্মসূচি(উদ্দীপন)’র চিকিৎসা সহকারি মোঃ আবুল বাসার সহ অভিভাবক বৃন্দ।