চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক লীগের সভাপতি সাদেকুর রহমান মাস্টারকে হত্যা চেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার বালিয়াদিঘি সোনামসজিদ শ্রমিক লীগের অফিসের সামনে মুখোশধারী সন্ত্রাসীরা এই হামলা চালায়। বিবৃতিতে, এই হামলাকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাস-ভীতিকর পরিস্থিতি সৃষ্টির পায়তারা বলে উল্লেখ করা হয়।
শুক্রবার দুপুরে প্রেরিত ওই বিবৃতিতে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আতাউর রহমান গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী ঐক্যবদ্ধ। সাধারণ মানুষও নৌকার প্রার্থী প্রয়াত নেতা মঈনউদ্দিন আহম্মেদ মন্টু ডাক্তারের সন্তান ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলকে নিজের সন্তান মনে করে মাঠে নেমেছে। নির্বাচনের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। যখন শিবগঞ্জ উপজেলার আসনটি আওয়ামী লীগের স্থায়ী ঘাটিতে পরিণত হচ্ছে, ঠিক তখনই ৫ই জানুয়ারীর কায়দায় সন্ত্রাসী হামলা চালানো হলো। বিরোধী পক্ষ আজ নৌকার বিজয় সম্ভবনা দেখে ভীত হয়ে পড়েছে। তারা যেকোন মূল্যে ভীতিকর পরিস্থিতি তৈরি করে নৌকার বিজয়কে ঠেকাতে চায়। আমরা এই বর্বর হামলার তিব্র নিন্দা ও ধিক্কার জানাই। এ সময় তিনি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখেতে নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্তক থাকার আহ্বান জানিয়ে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের জোর দাবি জানান।