স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, আসন্ন একাদশ সংসদ নির্বাচনে জঙ্গি মদদদাতারা প্রার্থী হওয়ায় তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। শনিবার সকালে রাজশাহী মহানগরীর ৪ নম্বর ওয়ার্ডের ভেড়িপাড়া মোড়ে গণসংযোগ শুরুর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সদর আসনের নৌকা প্রতিকের এই প্রার্থী এ কথা বলেন।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে ১৪ দল মনোনীত ও মহাজোট সমর্থিত প্রার্থী ফজলে হোসেন বাদশা বলেন, নির্বাচনে তো আমাদের জন্যই লেভেল প্লেয়িং ফিল্ড নেই। জঙ্গি মদদদাতারা নির্বাচনে নেমে পড়লে আমাদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে। আমরা হুমকির মুখেই পড়েছি।
রাজশাহী সদর আসনের টানা দুইবারের এই সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী স্পষ্টভাবেই বলেছেন, সন্ত্রাস, জঙ্গিবাদ চান, নাকি উন্নয়ন চান। মানুষ উন্নয়নের সাথে থাকবে। যারা বাংলা ভাইকে মদদ দিয়ে এই রাজশাহী থেকে জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছিল তাদের মানুষ নির্বাচিত করবে না। তাদের ভোট দিলে উন্নয়নের টাকায় জঙ্গিবাদ সৃষ্টি হবে।
ফজলে হোসেন বাদশা এ দিন সকালে ভেড়িপাড়া মোড় ও এর আশপাশের পাড়া-মহল্লায় গণসংযোগ করেন। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের হাতে হাতে নৌকা প্রতিকের লিফলেট তুলে দিয়ে ভোট কামনা করেন। এ সময় তার সঙ্গে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নওশের আলী, নির্বাহী সদস্য নজরুল ইসলাম তোতা, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু, থানা ওয়ার্কার্স পার্টির সম্পাদক আবদুল মতিন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ কবির মুক্তা, সাধারণ সম্পাদক হিমাদ্রী প্রসাদ রায়, সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক তানজির আলম দুলাল, অবসরপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা রফিকুজ্জামান বেল্টু, দিগন্ত প্রসারি সংঘের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ওয়ার্ড ওয়ার্কার্স পার্টির সভাপতি গোলাম রসুলসহ ১৪ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নৌকা নৌকা শ্লোগানে তারা মুখরিত করে তোলেন চারপাশ।