বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় ২০১৮ সালে আবুল কাশেম শিক্ষা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৫০ জনকে বৃত্তি সনদ ও এককালিন নগদ টাকা প্রদান করা হয়েছে। প্রথম স্থান অধিকারিকে ৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারিকে ৩ হাজার টাকা ও তৃতীয় স্থান অধিকারিকে ২ হাজার টাকা এবং ৪৭ জনের প্রত্যেককে নগদ ১ হাজার টাকা ও প্রত্যেককে একটি সদন পত্র প্রদান করা হয়। বাঘা ও চারঘাট উপজেলা ছাড়াও নাটোর, পাবনা, রাজশাহী, লালপুর, ঈশ্বরদী এবং পুঠিয়াসহ ৭ শ শিক্ষার্থী পরীক্ষায় নেয়। শনিবার (১৫-১২-১৮) সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজ,ইসলামি একাডেমি স্কুল এ্যান্ড কলেজ ও ব্লু-বার্ড প্রিপারেটরী স্কুলে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ফলাফল শেষে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা ও আমন্ত্রিত অতিথিরা পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে নগদ টাকা ও সনদপত্র তুলে দেন। আবুল কাশেম ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ শামসুল হক রাজুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পরিচালনা পরিষদের সদস্য (প্রশাসন-অবঃ) আজিজুল আলম , উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সিরাজুল ইসলাম, মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আবু হামিদ ওয়ালিউল্লা, ব্লু-বার্ড প্রিপারেটরী স্কুলের নির্বাহী পরিচালক সোলাইমান হোসেন ও ট্রাস্ট পরিবারের সদস্য সাংবাদিক নুরুজ্জামান। শিক্ষার মান উন্নয়নে উদ্যোগটি ভালো বলে মন্তব্য করেন অতিথিরা।