বিজয় দিবস উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন বিভিন্ন কর্মসূচী পালন

রাজশাহী লীড

প্রেস বিজ্ঞপ্তি:
মহান বিজয় দিবস ২০১৮ উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন বিভিন্ন কর্মসূচী পালন করেছে। কর্মসূচীর মধ্যে ১৬ ডিসেম্বর সুর্যোদয়ের সাথে সাথে নগর ভবন, ওয়ার্ড কার্যালয় ও কর্পোরেশন কর্তৃক নিয়ন্ত্রিত স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে নগরভবন হতে রাসিকের কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ বিজয় র‌্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে ভুবনমোহন পার্ক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ সময় রাসিকের কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও রাসিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পন করা হয়।

জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বাদ জোহর সোনাদীঘি জামে মসজিদে বিশেষ মোনাজাত করা হয়। বিকেলে ৩:৩০ মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে মেয়র একাদশ বনাম বিভাগীয় কমিশনার একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিভাগীয় কমিশনার নূর উর রহমান, প্রতিযোগী সকল বীর মুক্তিযোদ্ধা হাতে পুরস্কার তুলে দেন। এ সময় রাজশাহীর জেলা প্রশাসক এস এম কাদের, রাসিকের প্যানেল মেয়র-২ রজব আলী, প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোমিন, সচিব মোঃ রেজাউল, কাউন্সিলর উম্মে সালমা, ও জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকেলে নগরভবন প্রাঙ্গণে বিজয় দিবস উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানসমূহে রাসিকের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *