স্টাফ রিপোর্টার: রাজশাহী সীমান্ত থেকে ১৩৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। মঙ্গলবার দিবাগত রাতে বিজিবির চর মাজারদিয়া সীমান্ত ফাঁড়ির একটি দল চরমাজারদিয়া পূর্ব বাঁশবাগান এলাকা থেকে ফেনসিডিলগুলো জব্দ করে। এগুলোর আনুমানিক মূল্য ৫৪ হাজার টাকা।
বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তাজুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ফেনসিডিলের বস্তা ফেলে পালিয়ে যায়। তাই কাউকে আটক করা যায়নি। তবে এ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।