স্টাফ রিপোর্টার: রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির প্রার্থী এ্যাডভোকেট শফিকুল হক মিলন পবার বড়গাছি ইউনিয়নে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন। ইউনিয়ন এলাকায় আজ শুক্রবার সকাল ৮টা থেকে দিনব্যাপি
তিনি নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গ্রাম, পাড়া, ও বাজার এলাকায় যান এবং ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করেন।
গণসংযোগের সময় মিলনের সঙ্গে জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুল আলম রায়হান, নওহাটা পৌর মেয়র প্রধান নির্বাচনী এজেন্ট শেখ মকবুল হোসেন, বড়গাছী ইউনিয়ন বিএনপি’র ওয়ার্ড সভাপতি এমাজ উদ্দিন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক আনাম উদ্দিন, বিএনপি নেতা জাহাঙ্গীর, আলী রাজ্জাক, বাবুল হোসেন, টিপু সুলতান, মিরাজ আলী মিলন, বিপ্লব আলী সুমন, আজাদ, সোহাগ, তফিজ উদ্দিন, সুলতান আহমেদ ও জেলা যুবদলের প্রচার শাহানুল ইসলাম রতনসহ অত্র ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।