স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ট্রেনের ধাক্কায় ঝর্ণা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে নগরীর ভদ্রা জামালপুর এলাকার ওলি বাবার মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঝর্ণা বেগম নগরীর রামচন্দ্রপুর বৌ বাজার এলাকার মুকুল আলীর স্ত্রী।
রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ে জিআরপি থানার ওসি জানায়, শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে ওলি বাবার মাজারের অনুষ্ঠান ছিল। নিহত ঝর্ণা মাজারের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। এসময় ট্রেনের লাইন পারাপারের সময় গবরা-টঙ্গীপাড়া এক্সপ্রেসের নারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, নিহত ঝর্র্ণা বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যারা ঝর্ণার লাশ সনাক্ত করেছে। এমতাবস্থায় নিহতের লাশ ময়নাতদন্ত না করার দাবি স্বজনদের। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।