স্টাফ রিপোর্টার: রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ডা. মনসুর রহমানকে ঐক্যবদ্ধাবে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন ১৪ দল রাজশাহীর সমন্বয়ক, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। আজ সন্ধ্যায় পুঠিয়ার বানেশ^র কাচারি মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ আহ্বান জানান।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশের উন্নয়ন করেছেন। তাতে আমরা আশাবাদি জনগণ আবারো তাঁকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। উন্নয়নের অগ্রযাত্রা অক্ষুন্ন রাখতে নৌকা প্রতীককে বিজয়ী করতেই হবে।
মেয়র আরো বলেন, আমরা জঙ্গিবাদ-সন্ত্রাসবাদকে আর ফিরেয়ে আনতে দেবো না। সবাই ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করা হবে। আমাদের নেতাকর্মীদের ভুল থাকতে পারে। তবে কেউ ভুল ধরে নৌকা মার্কায় ভোট দিবেন না, এমন করা যাবে না। উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকে ভোট দিতে হবে।
মহানগর আওয়ামী লীগ সভাপতির মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, প্রার্থী কে সেটা দেখতে যাবেন না, যিনি নৌকার মাঝি তাকে বিজয়ী করবেন। কারণ এখানে নৌকার বিজয় হলে ক্ষমতায় আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশের শিক্ষা,স্বাস্থ্যসহ সার্বিক ক্ষেত্রে উন্নয়ন করেছেন। তাঁর জন্যেও আমাদের কিছু করা উচিত, দোয়া করা উচিত। তাই সুযোগ এসেছে, আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে আবারো ক্ষমতায় আনুন। যদি পুঠিয়া-দুর্গাপুরের উন্নয়ন চান, নৌকা প্রতীকে ভোট দিন।
পুঠিয়ার বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বদির সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুঠিয়া-দুর্গাপুর আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. মনসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ, সদস্য এ্যাড. জামসেদ ও গোলাম ফারুক, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ।
জনসভায় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল হুদা রানাসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।