স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় নির্বাচন -২০১৮ মহাজোট মনোনিত প্রার্থী নৌকা মার্কার বাহক জননেতা ফজলে হোসেন বাদশা কে জয়যুক্ত করার লক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগর শাখা প্রতিদিনের মত আজও ১ থেকে ৩৭ টি সাংগঠনিক ওয়ার্ড প্রচারনা কমিটি, ১৩৮টি মহল্লা কমিটি তাদের নিজ নিজ ওয়ার্ডে এবং মহল্লায় প্রচারনা করে।
নৌকার বিজয়ের লক্ষে মহানগর যুবলীগ ট্রাক এ মঞ্চ করে বিভিন্ন ওয়ার্ডে পথসভা করে। যার ধারাবাহিকতায় যুবলীগের নেতা কর্মীদের উৎসাহ প্রদান করার লক্ষে আজ ২৮ নং ওয়ার্ডে; বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগরের সভাপতি মোঃ রমজান আলি, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন বাচ্চু, মাহানগর যুবলীগের সহ- সভাপতি মোঃ মোকলেসুর রহমান, ড. মান্নান, মোঃ গোলাম ফারুক, যুগ্ম সম্পাদক মোঃ মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক রায়হানুর রহমান রয়েল, দপ্তর সম্পাদক, মোঃ মাহামুদ হাসান খান চৌধুরী ইতু, উপ-দপ্তর আশিকুর রহমান আশিক, সহ – সম্পাদক শরিফুল ইসলাম, ২৮(পশ্চিম) ওয়ার্ড সভাপতি মিলন এবং সাঃ সম্পাদক মিঠু। প্রমূখ পাঁচ শতাধীক নেতা কর্মী নিয়ে নৌকা মার্কার পক্ষে প্রচার মিছিল করে ভোট প্রার্থণা করেন এবং পথসভায় উপস্থিত হয়ে নৌকায় সধারণ জনগন কেন ভোট দিবেন সে লক্ষে তাদের বক্তব্য যুক্তি দিয়ে উপস্থাপন করেন।
নগরের সভাপতি রমজান আলি বলেন রাজশাহী সিটিকে এগিয়ে নিতে, আগামী প্রজন্মর ভবিষ্যৎ গড়তে, রাজশাহীকে সুশিক্ষার নগরী গড়তে, রাজশাহীকে কর্মসংস্থান শিল্পনগরীতে পরিনত করতে, সাধারণ মানুষের উন্নত নাগরীক সুবিধা সুনিশ্চিত করতে দল মত নির্বিশেষে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নত সমৃদ্ধ গ্রিন সিটি ক্লীন সিটি তৈরী করতে সহায়তা চান সাধারন ভোটারদের কাছে।
নগরের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন বাচ্চু বলেন রাজশহী উন্নয়নের একমাত্র কান্ডারী খায়রুজ্জামান লিটন, তাকে সহায়তা করতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় করতেই হবে, তাই মহাজোট প্রার্থী ফজলে হোসেন বাদশাকে বিজয় করতে আগামী ৩০ তারিখ পর্যন্ত যুবলীগ মাঠে থাকবে, সর্বচ্চ প্ররিশ্রম করে নৌকার বিজয় ছিনিয়ে নিয়ে আনবে। নৌকা মার্কায় জয়যুক্ত করে রাজশাহীর উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান জানান সাধারণ ভোটারদের কাছে।