বাগমারা প্রতিনিধিঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গনসংযোগ করে নৌকার পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করে চলেছেন রাজশাহী- ৪ (বাগমারা) আসনের মহাজোট সমর্থিত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইন্জিঃ এনামুল হকের পত্নী ও এনা গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক মিসেস তহুরা হক।
এ নির্বাচনে প্রচারনা শুরুর পর থেকেই মিসেস তহুরা হক স্বামীর পক্ষে দিনরাত প্রচার-প্রচারনা করে ছুটে চলেছেন বাগমারা উপজেলার একপ্রান্ত থেকে আর এক প্রান্তে। এবং তিনি প্রতিদিনই বিভিন্ন পথসভাতে ও বক্তব্য দিচ্ছেন। রবিবার দুপুর ২টাই মিসেস তহুরা হক উপজেলা গোবিন্দপাড়া ইউনিয়নের কোটগ্রামে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাস্টার আক্তারুজামান (বুলবুল) এর সভাপতিত্বে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন বাগমারা উপজেলা যুবলীগ সভাপতি আল-মামুন প্রাং,বাগমারা মহিলা আ’লীগ এর সভানেত্রী মরিয়ম বেগম,সাংগঠনিক সম্পাদিকা নারগিস সোহরাব, উপজেলা যুব মহিলা লীগ সভানেত্রী প্রভাষক শাহিনুর খাতুন,সম্পাদিকা পারভীন আক্তার,গোবিন্দপাড়া ইউনিয়ন মহিলা সভানেত্রী মোমেনা বেওয়া প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন আউচপাড়া ইউনিয়ন আ’লীগ এর সাধারন সম্পাদক শহিদুল ইসলাম ( শহিদ) গোবিন্দপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শরিফ হোসেন,সাধারন সম্পাদক মোবারক হাসান,সাংগঠনিক সম্পাদক এসএম জাহাঙ্গীর আলম( মিলন) ৭ নং ওর্য়াড সভাপতি শ্রী নিত্যরন্জন, সসাধারন সম্পাদক আনোয়ার ( পারভেজ) যুগ্ম সাধারন সসম্পাদক বকুল হোসেন,৭ নং ওর্য়াড মহিলা আ,লীগ সভানেত্রী সামসুন্নাহার আলাউদ্দীন, সম্পাদিকা জহুরা ফসির, আ’লীগ নেতা আলাউদ্দীন খান,মাহাবুর রহমান,সাত্তার খান, বাবুল হোসেন প্রাং, আয়েন খান, শাহাদত হোমেন (সাগর) বাগমারা উপজেলা মহিলা আ’লীগ নেত্রী বেবী আক্তার,,৮নং ওর্য়াড আ’লীগ সাধারন সম্পাদক ইমাজ উদ্দিন প্রাং,ছাত্রলীগ নেতা আব্দুর রউফ। এর আগে তহুরা গোবিন্দপাড়া ইউনিয়নের চাইসারা, দামনাশ ও খাজুর গ্রামে স্থানীয় আ’লীগ আয়োজিত পৃথক পৃথক ভাবে পথসভায় বক্তব্য প্রদান করেন। আজকের সবজায়গার পুরো অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রলীগ নেতা আবু সাইদ।