স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের ৩১টি কমিউনিটির দরিদ্র ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে নগর ভবন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী। নগরীর প্রায় ৫শ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নারীনেত্রী রেনী বলেন, আমরা একে অন্যের সহযোগিতায় এগিয়ে আসবো। প্রত্যেকে যদি নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসেন, তবে আমরা একসাথে যেকোন সমস্যা মোকাবেলা করতে পারবো।
রাজশাহী সিটি কর্পোরেশন ও ব্র্যাক আরবান ডেভলপমেন্ট প্রোগ্রাম আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মোঃ রহমতুল্লাহ।
এ সময় উপস্থিত রাসিকের প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২ নং সংরক্ষিত জোন কাউন্সিলর আয়েশা খাতুন, ৪ নং সংরক্ষিত জোন কাউন্সিলর শিরিন আরা খাতুন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, ব্র্যাক আরবান ডেভলপমেন্ট প্রোগ্রামের আঞ্চলিক সমন্বয়কারী ফারজানা পারভীন, ইনফ্রাস্টাকচার ডেভলপমেন্ট অফিসার শরিফুল ইসলাম, ফিল্ড কো-অর্ডিনেটর কল্পনা খাতুন, ট্রেনার আয়েশা খাতুন, প্রোগ্রাম অফিসার মাহাদী মোহাম্মদ উপস্থিত ছিলেন।
স্ব.বা/শা