স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের নির্বাচন বলে মন্তব্য করে বিএনপির যুগ্ম-মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিজয়ী বিএনপির প্রার্থী হারুনুর রশীদ বলেছেন, ‘‘বিএনপি তথা ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত অনুয়ায়ী আমরা শপথ নেব না। সংসদে যাব না। নিজে নির্বাচিত হলেও দলের ও জোটের সিদ্ধান্তের বাইরে আমার কোনো মতামত নেই।’’
মঙ্গলবার দুপুরে ভোট পরবর্তী নিজের প্রতিক্রিয়ায় বিএনপি নেতা হারুনুর রশীদ এ কথা বলেন। তিনি বলেন, ‘‘এটা আবারো প্রমাণিত হল যে এ সরকারের অধীনে কোনো গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। সব রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে পরিকল্পিতভাবে এবারের নির্বাচনে আমাদের হারানো হয়েছে।’’
তিনি আরও বলেন, এ নির্বাচনের ফলাফল মানুষ কোনোভাবেই মেনে নেবে না। তিনি নির্বাচনের ফলাফল বাতিল করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুননির্বাচনের দাবি করেন।
হারুন আরও বলেন, ‘‘পূর্ব-পরিকল্পনা অনুযায়ী দেশব্যাপী ভোট ডাকাতি হয়েছে। তালিকা করে বিএনপি নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করা হয়েছে। কেন্দ্র দখল করে ভোট ডাকাতি করা হয়েছে। ভোট পরবর্তী গত দুদিনে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বিএনপি নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলা লুটপাট ও আগুন দেয়া হচ্ছে। এর পরও আমরা শপথ নিয়ে সংসদে যেতে পারি না।’’
৩০০টি আসনের মধ্যে ২৯৮টি আসনের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রাপ্ত ফলাফলে ২৮৮টি আসনে আওয়ামী লীগ ২৫৯, জাতীয় পার্টি ২০, ওয়ার্কার্স পার্টি ৩, জাসদ ২, বিকল্পধারা ২, তরিকত ফেডারেশন ১, জেপি ১টিতে বেসরকারিভাবে জয়ী হয়েছে।
বিএনপি জোট অর্থাৎ জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র সাতটি আসন পেয়েছে। এর মধ্যে বিএনপি ৫, গণফোরাম ১ ও জাতীয় ঐক্য প্রক্রিয়া ১টি আসন। স্বতন্ত্রসহ অন্যরা জয় পেয়েছে ৩টি আসনে।