‘আরাকান আর্মির’ হামলায় মিয়ানমারের ৭ পুলিশ নিহত

আন্তর্জাতিক

স্বদেশ বাণী ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যে বৌদ্ধ ধর্মাবলম্বী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘আরাকান আর্মি’র হামলায় ৭ পুলিশ নিহত হয়েছেন। শুক্রবার ব্রিটেন থেকে স্বাধীনতার ৭১ বছর পূর্তি উপলক্ষে মিয়ানমারজুড়ে জাতীয় পতাকা উত্তোলনের কয়েক মিনিটের মধ্যেই এই হামলা শুরু হয় বলে বার্তা সংস্থা রয়টার্স এর খবরে বলা হয়েছে।

আরাকান আর্মির মুখপাত্র খাইন থু খা বলেছেন, তাদের সদস্যরা চারটি পুলিশ পোস্টে আক্রমণ করেছে এবং পরে সাত ‘শত্রুর’ মরদেহ উদ্ধার করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাদের সদস্যদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর আগ্রাসনের জবাবে এই হামলা চালানো হয়েছে।

মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্র জ মিন তুন বলেছেন, মংডু ও বুথিডং শহরের উত্তরাংশে (বাংলাদেশ সীমান্তের কাছে) পুলিশ পোস্টগুলোতে শুক্রবারের এই হামলার পাল্টায় ব্যবস্থা নিচ্ছে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তার জন্য সেনাবাহিনী ওই এলাকায় অভিযান চালিয়ে যাবে।

প্রসঙ্গত, গত বছর অগাস্ট থেকে কয়েক মাসের মধ্যে বাংলাদেশ সীমান্তবর্তী এই রাজ্যেই মিয়ানমার সেনাবাহিনীর দমন অভিযানের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। ডিসেম্বরের প্রথম দিকেও সেখানে সংখ্যালঘু বৌদ্ধ রাখাইনদের আরো অধিকারের দাবিতে লড়াইরত আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনীর তুমুল সংঘর্ষ হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *