স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোববার রাতে মনোয়ারা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মনোয়ারা বেগম অগ্নিদগ্ধ হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি রাজশাহীর তানোর উপজেলার শঙ্করপুর এলাকার বাসিন্দা।
নিহত মনোয়ারা বেগমের মা স্বপ্না বেগম জানান, ৩০ ডিসেম্বর সকালে তার মা রান্না করছিলেন। এসময় শাড়ির আঁচলে আগুন ধরে গেলে তা পুরো শরীরে ছড়িয়ে যায়। এরপর তাকে সঙ্কটাপন্ন অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি করা হয়। রোববার রাত সাড়ে ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।