স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-গোমস্তাপুর-আমনুরা সড়কের কল্যানপুর হর্টিকালচার সেন্টারের সামনে সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার গোমস্তাপুর উপজেলার কয়লাদিয়াড় গ্রামের জালাল উদ্দিনের ছেলে মিজানুর রহমান পলাশ (৩২) ও একই উপজেলার কলেজপাড়া গ্রামের সালাউদ্দিনের ছেলে মশিউর রহমান পপেন (৩০)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা জানান, মোটরসাইকেল নিয়ে গোমস্তাপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ আসার পথে কল্যানপুর এলাকায় একই দিকে যাওয়া নবাব অটো রাইসমিলের একটি ট্রাককে (ঢাকা-মেট্রো-ট-১৬-৯২৫৯) ওভারটেক করার সময় ট্রাকের পেছন চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে ঘাতক ট্রাকটিও আটক করা হয়েছে। তবে চালক পতালক বলে জানান তিনি।