বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় ঘরের দেওয়াল চাপায় রানী খাতুন নামের ৬ষ্ট শ্রেণির এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সে উপজেলার আড়ানী নুরনগর বাঙ্গালপাড়া গ্রামের আলাল উদ্দিনের মেয়ে । মঙ্গলবার(০৮-০১-১৯) এই মৃত্যুর ঘটনা ঘটে। নব নির্মিত পাকা বাড়ির দেওয়ালে পানি ছিটানোর সময়,এক দেওয়াল থেকে আরেক দেওয়ালে যাওয়ার সময় ইটের গাথুনি ধসে পড়ে আহত হয়।
তাৎক্ষনিক তাকে উদ্ধার করে আড়ানীর স্থানীয় এক ক্লিনিকে নেয়া হলে দায়িত্বরত ডাক্তার মঞ্জুরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। ছাত্রীর পিতা আলাল জানান, এ বছর সে পাকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেণীতে ভর্তি হয়েছে।
আড়ানী ইউনিয়ন পরিষদে ওয়ার্ড মেম্বর কালাম মন্ডল জানান, বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিষয়টি জানেনা বলে জানিয়েছেন বাঘা থানার অফিসার ইনচার্জ মহসিন আলী।