প্রেস রিলিজ :
গত ০৮/১২/২০১৯ ইং তারিখ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৯ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-০৪ জন, রাজপাড়া থানা-০৫ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০৫ জন, কাটাখালি থানা-০২ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০১ জন, পবা থানা-০৩ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৪ জন, দামকুড়া থানা-০৩ জনকে আটক করে।
যার মধ্যে ১১ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৯ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ(১)মোঃ হারুন অর রশিদ@হারু(৫২)কে ১৩ পিস ইয়াবাসহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ(১)মোঃ বেল্লাল হোসেন@বেলাল(২৭) কে ৪০ গ্রাম গাঁজাসহ আটক করে। বেলপুকুর থানা পুলিশ(১)মোঃ জালাল উদ্দিন(৪৫) কে ১৮ পিস ইয়াবাসহ আটক করে। শাহমখদুম থানা পুলিশ(১)মোঃ বাদশা(৩৯) কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। পবা থানা পুলিশ(১)মোঃ আক্কাস আলী(৪০), (২)মোঃ মাইনুল(২৮), (৩)মোঃ রফিক(৩৫) দেরকে ১৫ লিটার মদসহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ(১)মোঃ সুরুজ আলী(২২) কে ১২ পিস ইয়াবাসহ আটক করে, (২)মোঃ সামিরুল(৩২) কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।