পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

শিক্ষা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে শনিবার দুপুরে পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আলমগীর হোসেন ক্ষুদে শিক্ষার্থীদের জন্য সততা স্টোরের উদ্বোধন করেন। স্কুল প্রাঙ্গণে ইউএনও উপস্থিত হলে লাল সুয়েটার পরিহিত ক্ষুদে শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানান তাঁকে।

পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক শহীদুল হুদা অলক-এর সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রদান শিক্ষক মনোয়ারা খাতুনসহ স্কুলের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থী।

এখন থেকে এখানে শিক্ষার্থীরা সততার সঙ্গে শিক্ষা উপকরণ কিনবেন। পরে ইউএনও আলমগীর হোসেন স্কুলের শিশু শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন। শিশুদের ক্রীড়া উপকরন ও সততা স্টোর স্থাপনে সহায়তাও করেন ইউএনও। তাই শিক্ষার্থীরা ধন্যবাদ জানাতে ভূল করেননি ইউএনওম মো. আলমগীর হোসেনকে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *