জর্জিয়ার প্রথম বাংলাদেশি স্টেট সিনেটর মুক্তিযোদ্ধার সন্তান চন্দন

আন্তর্জাতিক

স্বদেশ বাণী ডেস্ক: ইতিহাস সৃষ্টি করে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে প্রথম বাংলাদেশি মুসলিম সিনেটর হিসেবে শপথ নিয়েছেন মুক্তিযোদ্ধা বাবার সন্তান নজিবুর রহমান ওরফে শেখ রহমান চন্দন।

বুধবার (১৬ জানুয়ারি) স্টেট সিনেটর দপ্তরের বরাতে জানা যায় সোমবার (১৪ জানুয়ারি) জর্জিয়ার জেনারেল অ্যাসেম্বলিতে শপথ নেন তিনি। সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করার পর বুধবার তা প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম বাংলাদেশী হিসেবে সেদেশের আইন প্রণেতা বা স্টেট সিনেটর হিসেবে শপথ নিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক চন্দন।

আমেরিকার কোনও স্টেটের সর্বোচ্চ আইন পরিষদ সদস্য (স্টেট সিনেটর) হয়ে প্রথম বাংলাদেশি হিসেবে আমেরিকার মূলধারার রাজনীতিতে বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়ার পথে জর্জিয়া স্টেট সিনেটের ডিস্ট্রিক্ট-৫ নির্বাচনী এলাকা থেকে মিডটার্ম ইলেকেশনে নির্বাচিত হন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া বীর মুক্তিযোদ্ধা বাবার সন্তান চন্দন।

গত ৬ নভেম্বরের নির্বাচনে শতভাগ ভোট (৩১, ৯০৫) পেয়ে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচিত হন তিনি। এর আগে ২০১২ সালে জর্জিয়া স্টেট রিপ্রেজেটিটিভ হিসেবে এবং ২০১৪ সালে স্টেট সিনেটর পদে ডেমোক্রেটিক প্রাইমারিতে অংশ নিয়েছিলেন শেখ চন্দন।

নিজের দেশ নিয়ে গর্বিত চন্দন বলেন, আমার বাবা ছিলেন ‘আগরতলা জয়বাংলা যুব শিবির ক্যাম্পের সুপারভাইজার। সেখানে মুক্তিযোদ্ধারা ট্রেনিং নিত। আমার ভাই ও বোনও মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। কিন্তু আমার বয়স কম হওয়ায় মুক্তিযুদ্ধে অংশ নিতে পারিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *