স্টাফ রিপোর্টার:
রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে রাত্রীকালীন বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মচারীদের কম্বল বিতরণ করা হয়েছে আজ। রাতে নগরভবনে বঙ্গবন্ধু কর্ণার চত্ত্বরে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিচ্ছন্ন কর্মচারীদের এ কম্বল বিতরণ করেন।
এ সময় বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, সরকারের সহযোগীতায় প্রাপ্ত শীতার্ত মানুষের কল্যাণার্থে এ কম্বল বিতরণ করা হচ্ছে। নাগরিকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের এ কাজে অংশ গ্রহণ করতে চাই। ইতোমধ্যে সরকার ১ বছরের নিচে শিশু ও ৬৫ বছরের ঊর্ধ্ব বয়সীদের চিকিৎসার খরচ লাগবেনা বলে ঘোষণা দিয়েছেন। এছাড়াও গৃহহীনদের জন্য আবাসন ব্যবস্থা গ্রহণ করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে সরকার।
মহানগরীর পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, রাজশাহী মহানগরীর পরিচ্ছন্নতার সকল প্রশংসা এ কাজে নিয়োজিতদের। তাদের জীবনমান উন্নয়নে বর্তমান পরিষদ নিরলসভাবে দায়িত্ব পালন করছে। আগামীতে বেতন সমস্যার সমাধান ও দীর্ঘদিন কর্মরতদের চাকুরী স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান তিনি।
বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে রাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল হক, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহাতাব হোসেন চৌধুরী, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আকতারুজ্জামান, সংরক্ষিত ২নং ওয়ার্ড কাউন্সিলর মোসাঃ আয়েশা খাতুন, সংরক্ষিত ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোসাঃ শিরিন আরা খাতুন, সংরক্ষিত ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোসাঃ উম্মে সালমা, সচিব মোঃ রেজাউল করিম, প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হক, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, নির্বাহী প্রকৌশলী রেয়াজাত হোসেন রিটু, এ সময় উপস্থিত ছিলেন।