বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় উপজেলার চরাঞ্চলের দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেণ বাঘা উপজেলা বঙ্গবন্ধু আলোকিত পরিষদ। শনিবার (১৯-০১-১৯) বিকালে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চকরাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে চর এলাকার দুইটি মাধ্যমিক বিদ্যালয় ও ৯টি প্রাথমিক বিদ্যালয়ের দেড় শতাধিক দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শিক্ষক, ক্রিড়া ও সাংস্কৃতিক ব্যাক্তিদের সমন্বয়ে গঠিত সমাজসেবা মূলক সংগঠনটির (বঙ্গবন্ধু আলোকিত পরিষদ) সভাপতি ক্রিড়া শিক্ষক জাফর ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, শিক্ষক মুনজুরুল হক মনির সার্বিক তত্বাবধায়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল আযম। বিশেষ অতিথি ছিলেন, চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুর সাত্তার, বাঘা প্রেসক্লাবের সভাপতি ডাঃ আব্দুল লতিফ মিঞা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান সবুজ, প্রধান শিক্ষক কেএম বাহাদুর।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের কার্য্যকরী কমিটির-শিক্ষক হাসান আলী, গোলাম মোস্তফা, প্রভাষক দসরত কুমার সাহা, প্রভাষক সালাউদ্দীন শিমুল, মাহফুল হক, হাসানুজ্জামান, নুর আল-হুসাঈন, ফজলুল হক, উপদেষ্টা শফিকুল ইসলামসহ প্রমূখ।