তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে সামান্য মোবাইল চুরির ঘটনায় চোর বা”চুর কমরে রশি দিয়ে বেধে একাধিক ব্যক্তি রাস্তা দিয়ে ঘুরিয়ে মোবাইল উদ্ধার করে ওয়ার্ড যুবলীগের সভা সভাপতির কথায় জনতার সামনে কান ধরে উঠবস করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।গত শুক্রবার বিকেলের দিকে তানোর মুন্ডুমালা রাস্তার কৃষ্ণপুর মোড়ে ঘটে ঘটনাটি । চোরকে আইনের হাতে তুলে না দিয়ে জনতার সামনে বাধা কান ধরে উঠবসের ঘটনা ওই এলাকায় চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে।
একই সময়ে কৃষ্ণপুর মহিলা কলেজে বিদায় অনুষ্ঠান শেষ হওয়া ছাত্র/ছাত্রিরা ঘটনাটি দেখেন। জানা গেছে উপজেলার তালন্দ ইউপির দেবিপুর গ্রামের ইয়াসিনের পুত্র বা”চু তানোর মুন্ডুমালা রাস্তার কৃষ্ণপুর মোড়ে যান চলতি মাসের ১৮জানুয়ারি শুক্রবার বিকেলের দিকে । বা”চু মোড়ে গিয়ে দেখেন মোড়ের ব্যবসায়ী আলামিন ষ্টোরের মালিক মিজানুর রহমান দোকানের সামনে কাছেই মোবাইল রেখে গাড়ী সারানোর কাজ করছিল । এসময় চোর বা”চু মোবাইল চুরি করে মোড়ের পূর্ব দিকে আদিবাসী পাড়ার পার্শের এক জমির ন্যাড়ার ভিতরে রেখে পুনরায় মোড়ে আসেন। তিনি আসা মাত্রই মালিক মিজানের নির্দেশে মোড়ে থাকা পাঠাকাটাগ্রামের এন্তাজ, মেছের ও র“স্তুমসহ বেশ কিছু লোকজন চোর বা”চুকে রশি দিয়ে কমরে বেঁধে দু পার্শে তাঁরা রশি ধরে পশুর মত টেনে নিয়ে আসেন প্রায় এক কিলোমিটার পূর্ব দিকে আদিবাসী পাড়ার পার্শ্বে লুখিয়ে রাখা জমিতে। এসে মোবাইল উদ্ধার করতে বলে হয় তা নাহলে চরম শাস্তি আছে।
বা”চু মোবাইল উদ্ধার করে দিলে তাকে পুনরায় পশুরমত রশি বেধে টেনে কৃষ্ণপুর মোড়ে নিয়ে আসে । মোড়ে আসার পর জনতার সামনে পাঠাকাটাগ্রামের ওয়ার্ড যুবলীগ নেতা শামিম জনতার সামনে কান ধরে উঠবস করিয়ে নিয়ে ছেড়ে দেয় । রশি দিয়ে বেধে পশুরমত করে যখন চোর বা”চুকে টেনে নিয়ে যাওয়া হ”িছল তখন এন্তাজ, মেছের, র“স্তমসহ প্রায় ২৫/৩০ জনের মত লোকজন পিছুপিছু যায় । তাদের মধ্যে বেশ কিছু শিশুকেও দেখা যায় এবং কৃষ্ণপুর মহিলা কলেজে কোচিং সেন্টারের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষ হয়। তারাও দেখান এমন ঘটনা ।
অনেকেই জানায় সামান্য মোবাইল চুরির জন্য রশি দিয়ে বেধে পশুরমত করে টেনে নিয়ে যাওয়া , আবার কান ধরে উঠবস করানো এসব অমানুবিক । সেতো মোবাইল ফেরত পেল কিš‘ তাকে যে শাস্তি দেয়া হল সেটা কিভাবে ফিরে আসবে। চোরকে আইনের হাতে তুলে দিতে পারত । নিজেরাই তুলে নি”েছ আইন। ওসি জানান ঘটনা অজানা ।