নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় ৮ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজাসহ জাহাঙ্গীর আলম (২৫) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। আটককৃত জাহাঙ্গীর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের মিরাতালুু গ্রামের মৃত এরতাজ আলীর ছেলে। বুধবার বিকেল ৫টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের দেলুয়াবাড়ি ফিলিং স্টেশন এলাকা থেকে মাদকসহ তাকে আটক করা হয়।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক আব্দুল মালেক ও সহকারি উপপরিদর্শক আব্দুল মালেক দেলুয়াবাড়ি ফিলিং স্টেশন এলাকায় অবস্থান নেন। এসময় ওই পথ দিয়ে মাদক নিয়ে যাওয়ার সময় জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশ। পরে তার নিকট থেকে ৮ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, থানার উপপরিদর্শক নাজমুল হক ও আব্দুল মালেক মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ৯ লিটার চোলাইমদসহ জাহাঙ্গীর আলম (২৮) ও মিজানুর রহমানকে (২৫) আটক করেছে। আটক জাহাঙ্গীর উপজেলার তেঁতুলিয়া গ্রামের আব্দুস সামাদ মন্টুর ও মিজানুর একই গ্রামের মমতাজ হোসেনের ছেলে। এছাড়া মাদক সেবনের অভিযোগে উৎপল কুমার পাহান (২৪) একজনকে আটক করেছে পুলিশ।