বাগমারা প্রতিনিধি: নওগাঁর মান্দা থানা পুলিশ এক মাদক ব্যবসায়ীকে গেপ্তার করেছে। আজ শুক্রবার সকাল নয় ঘটিকার সময় উপজেলার কালিকাপুর ইউনিয়নের মোজার মোড় নামক স্থান থেকে ১০ পিস নিষিদ্ধ ঘোষিত ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের মাদিলা গ্রামের সাবেক মেম্বার খয়বর রহমানের ছেলে জাহিদুর রহমান (৪০)।
স্থানীয় একটি সূত্র জানায় জাহিদুর পেশাদার মাদক ব্যবসায়ী। সূত্র আরও জানায় এর পূর্বেও তিনি অস্ত্র, মাদকসহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।
জামিনে ছাড়া পেয়ে তিনি আরও বেপরোয়া হয়ে উঠেন। বাগমারা থানাসহ দেশের বিভিন্ন থানায় অস্ত্র,মাদক,মারামারি,চেকজালিয়াতিসহ প্রায় অর্ধশত মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহিদুর রহমান গ্রেপ্তারে নরদাশ এলাকায় সাধারণ মানুষের মাঝে সস্তি ফিরে এসেছে।
মান্দা থানার ওসি মাহাবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে।