বাঘা প্রতিনিধি:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনা দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোডাউন দিয়েছে চকরাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সাবেক ছাত্র নেতা মিজানুর রহমান ও তার সমর্থকরা। রোববার (২৭-১-১৯) সকালে বাঘার প্রাণ কেন্দ্রে হযরত শাহ মোয়াজ্জেম ওরফে শাহদৌলা (রহঃ) এর মাজার জিয়ারত করে শোডাউন দেন তারা। উপজেলার দুর্গম চরাঞ্চলের বিভিন্ন গ্রামের শতাধিক মানুষ এই শো ডাউনে অংশ নেন।
পথ সভায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে শিক্ষক মিজানকে সৎ, যোগ্য ও নিষ্ঠাবান কর্মী হিসেবে দলীয় মনোনয়ন দেওয়ারও দাবি জানান।
উপস্থিত ছিলেন- চকরাজাপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আয়ুব আলী, ইউপি সদস্য ফজলুল হক,ডালিম হোসেন,আব্দুর রহমান, শাহিদুল ইসলাম, আনোয়ার শিকদার,ওয়ার্ড আ’লীগ নেতা শমসের মোল্লা, আব্দুল আওয়াল,শামসুল হক মোল্লা, ডাঃ জহুরুল হক,উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল হানিফ,বাঘা পৌর যুবলীগের সাধারন সম্পাদক জোবাইদুল হক প্রমুখ।