বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় ভাসমান অবস্থায় আসকান আলী নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮-০১-১৯) দুপুরে উপজেলার ক্ষুদে ছয়ঘটি গ্রামের টেপরি বিল নামে পরিচিত এলাকার পানিতে ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। পরে এলাকার লোকজন তাকে সনাক্ত করেণ। আসকানের বাড়ি উপজেলার বানিয়া পাড়া গ্রামে বলে জানা গেছে। তার পিতার নাম আরজান আলী।
পুলিশ জানায়, মোবাইল ফোনে খবর পেয়ে ঘটনাস্থল ক্ষুদে ছয়ঘটির টেপরির বিলের পানিতে ভাসমান লাশ উদ্ধার করে, তার পকেটে থাকা পরিচয়পত্র পাওয়া যায়। এতে ঢাকার গাজি পুরের রাজেন্দ্রপুর এলিগেন্স ওরিয়েন্টাল কোম্পানীতে চাকরি করতো বলে জানা গেছে। সেই পরিচয়পত্রের সুত্র ধরে আসকানকে সনাক্ত করা হয়।
ওই বিলের স্যালো চালক জাকির হোসেন জানান, ধান লাগানোর জন্য স্যালো মেশিন দিয়ে বিলের পানি সেচ দিচ্ছিলেন। বেলা ১২ টার পরে এলাকার লোকজন বিলের পানিতে ওই লাশটি ভাসতে দেখেন । এ খবর ছড়িয়ে পড়ার মূহুর্তেই লোকজন আসতে তিনিও সেখানে গিয়ে লাশটি ভাসতে দেখেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
আসকান আলীর স্ত্রী কমেলা জানান, ওই কোম্পানিতে শ্রমিকের চাকরি করতো। পাইলস অপরেশনের জন্য ২মাস আগে বাড়িতে আসে। অপারেশন শেষে তার কর্মস্থলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে যায়। ৯দিন পর গত শনিবার মুঠোফোনে তার সাথে কথা হলে জানায়, ওই কোম্পানী বন্ধ রয়েছে। অন্য কোম্পানীতে চাকরি খুঁজছেন। এর মাঝে নিজ এলাকার রেজার গার্মেন্টেসে চাকরি হয় কি-না,সে বিষয়ে রেজার ভগ্নিপতির সাথে কথা বলতে বলে।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী বলেন, চাকরি করতে গেলো গাজিপুর। লাশ পাওযা গেল এলাকার বিলে। বিষয়টি রহস্যজনক মনে হলেও প্রাথমিক তদন্তে তার শরীরে আঘাতের চিহৃ পাওয়া যায়নি। তবে ময়না তদন্ত রিপোর্ট পেলে প্রকৃত রহস্য জানা যাবে।