বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী হয়েছে মনিগ্রামের আটঘরিয়া ফুটবল একাদশ। বৃহস্পতিবার (৩১-১-১৯) বিকেলে মীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় মীরগঞ্জ ন্যাশনাল ইয়থ ক্লাবকে ৩-০ গোলে পরিাজিত করে বিজয়ের গৌরব অর্জন করে আটঘরিয়া ফুটবল একাদশ । খেলার দ্বিতীয়ার্ধে মনিগ্রামের আটঘরিয়া একাদশের পক্ষে প্রথম একটি গোল করেন তুষার আহম্মেদ ও পরে তফিকুল ইসলাম একাই দুটি গোল করে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন। মীরগঞ্জ ন্যাশনাল ইয়থ ক্লাব এই খেলার আয়োজন করে।
পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলা পরিচালনা কমিটির আহবায়ক অজিত কুমার। প্রধান অতিথি ছিলেন স্থানীয় প্রবীণ আ.লীগের নেতা হেজবুন কাদের। উপস্থিত ছিলেন খেলার সার্বিক তত্বাবধায়ক ও মীরগঞ্জ ন্যাশনাল ইয়থ ক্লাবের সভাপতি ফজলুল হক, আবদুল রহমান মেম্বর, মিজানুর রহমান মাসুম,শহিদুল আলম। খেলা পরিচালনা করেন আবু জাফর ও সহকারি পরিচালনায় ছিলেন আবু রানা এবং হানিফ ইকবাল।