স্টাফ রিপোর্টার: রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) আয়োজনে চতুর্থ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক এসএম আবদুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিউস শামস প্যাডি ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্মসাধারণ সম্পাদক খায়রুল আলম ফরহাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরইউজের সভাপতি কাজী শাহেদ, সাধারণ সম্পাদক তানজিমুল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাফিউস শামস প্যাডি, ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক কবীর তুহিন, সদস্য শান্ত, শিরিন সুলতানা কেয়া ও রওনক আরা জেসমিন।
টি-২০ ক্রিকেটের এবারের আসরে ছয়টি দলে বিভক্ত হয়ে রাজশাহীর ১০২ জন সাংবাদিক খেলছেন। গত ১৫ জানুয়ারি খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের দলগুলো হলো- ডাইনামিক রিপোর্টার্স, মিডিয়া গ্লাডিয়েটর, ব্লেজিং এডিটর, জার্নালিস্ট সিক্সার, জার্নালিস্ট ওয়ারিয়রস ও সুপার ফোকাস।
উদ্বোধনী খেলায় ২টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় ব্লেজিং এডিটর ৬ উইকেটে পরাজিত করে জার্নালিস্ট সিক্সার্সকে এবং অপর খেলায় মিডিয়া গ্লাডিয়েটর ২৭ রানে পরাজিত করে সুপার ফোকাসকে। প্রথম খেলায় ব্লেজিং এডিটরের অধিনায়ক টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলে নির্ধারিত ১৫ ওভারের জার্নালিস্ট সিক্সার্স ৭ উইকেট হারিয়ে মাত্র ৬৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে মওদুদ রানা সর্বোচ্চ ১৪ করেন। ব্লেজিং এডিটরের আশিক ৯ রানে ২ উইকেট ও রুমি ১৫ রানে ২ উইকেট লাভ করেন। ৬৪ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২.৪ ওভারের জয়ের লক্ষে পৌঁছে যায়। দলের পক্ষে রুমী ২৮ রানে অপরাজিত থাকেন। ২৮ রান ও ২ উইকেট লাভ করায় রুমী ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।
খেলায় ম্যান অফ দ্যা ম্যাচে পুরস্কার তুলে দেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি মনিরুজ্জামান মনি। দিনের অপর খেলায় সহজে জয় নিয়ে মাঠ ছাড়ে মিডিয়া গ্লাডিয়েটর। টস জিতে মিডিয়া গ্লাডিয়েটরের অধিনায়ক মাহমুদ জামাল কাদেরী ব্যাট করার সিদ্ধান্ত নেন। ১৫ ওভারের ৬ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে। দলের পক্ষে হামিদুর ৪৬ ও জনি ১৫ রান করেন। সুপার ফোকাসের সাইদুর ২০ রানে ৩ উইকেট নেন। ১১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারের ৮ উইকেট হারিয়ে ৮৫ রান করে সুপার ফোকাস। দলের পক্ষে সোহেল মাহবুব ১৩ ও আমির ফায়সাল ১২ রান ররেন। মিডিয়া গ্লাডিয়েটরের হামিদুর ৪৬ রান ও ১৪ রানে ৩ উইকেট নেয়ায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব তরুণ কুমার সরকার ম্যাচ অফ দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন হামিদুরের হাতে।
শনিবার বেলা ১১টায় প্রথম খেলায় অংশ নেবে ডায়ানামিক রিপোর্টার্স ও জার্নালিস্ট সিক্সার্স। অপর খেলায় অংশ নেবে সুপার ফোকাস ও জার্নালিস্ট ওয়ারিয়াস।