বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় পদ্মার চরে বাংলা মদসহ তিনজনকে আটক করা হয়েছে। রোববার রাতে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পদ্মার চরের আতারপাড়া এলাকার কালামের বাড়ি থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কালাম হোসেন নামের একজন পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকরাজাপুর ইউনিয়নের আতারপাড়া পদ্মার চর এলাকার কালাম হোসেনের বাড়িতে অভিযান চালায় বাঘা থানার পুলিশ। এ সময় পাবনার ঈশ্বরদী এলাকার হাবিবুর রহমান, বাঘা উপজেলার গাওপাড়া গ্রামের আলাউদ্দিন, হরিরামপুর গ্রামের বাদল হোসেন মদ সেবন করা অবস্থায় হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক কালাম হোসেন ৫ লিটার বাংলা মদ ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ মদ জব্দ করে তাদের আটক করে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল ওহাব জানান, মাদক বিক্রীর অভিযোগ আবুল কালাম এবং সেবনের অপরাধে আটককৃত ৩ জনের নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।